নির্দেশের অপেক্ষায় থাকতে বললেন -রুহুল কবির রেজভী
প্রতিবেদক
নেতাকর্মীদের খালেদা জিয়ার নির্দেশের অপেক্ষায় থাকতে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সব সময় প্রস্তুত থাকুন। যে কোন সময় নির্দেশ দেওয়া হবে। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন যোগে ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দিলে সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রেজভীকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানায়।
এসময় তিনি ট্রেনের দরজায় দাড়িয়ে শতাধিক নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন। আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন ভূইয়া বলেন, সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রেজভী আমাদেরকে খালেদা জিয়ার নির্দেশের অপেক্ষায় থাকতে বলেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com