নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার ১০০ প্রতিবন্ধীর জন্য খাদ্যসহায়তা পাঠিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। আজ বৃহস্পতিবার ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার কাজী পাড়ার আইডিয়াল স্কুল মাঠে প্রতিবন্ধীদের মাঝে এসব খাদ্যসহায়তা তুলে দেয়া হয়।
খাদ্যসহায়তার মধ্যে ছিলো ছয় কেজি চাল, এক কেজি ডাল, ছোলা এক কেজি, পেয়াজ এক কেজি, আলু এক কেজি ও একটি সাবন।
এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের তত্ববধানে খাদ্য সহায়তা বিতরণকালে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সদর উপেজলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না প্রমুখ।
প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও নরসিংদী জেলার জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। উপকারভোগীরাও ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com