ব্রেকিং

x

না

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | ২:২৪ অপরাহ্ণ

না
এলিজা আজাদ

কবিতা


এলিজা আজাদ-
না


পেটে ভূমিহীন ক্ষেতমজুরের ক্ষুধা
বুকে সন্তানহারা মাতৃত্বের দগদগে ক্ষত
কত বসন্ত পেরিয়ে গেছে এই বেকার যৌবনের উপর দিয়ে
একান্তে ডেকেছিলো প্রেমিক তাকে বলেছিলাম, না-
ঘরে সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদছিলো
তখন থেকে জেনেছি সংগ্রামই সত্য
পাওয়া না-পাওয়াকে উড়িয়ে দিয়েছি ধুলোয়
প্রতিবাদী শরীরের দু’শ-ছ-খানা হাড় লোহার মতো এখন শক্ত
লোহিত-কণিকা জ্বলন্ত আগুনে টগবগে ফুটছে
বসন্তের গান শুনিয়ে প্রেমিক এ-ও বলেছিলো,
এসো আমার বুকের খাঁজে একটু প্রশমিত হতে!
বলেছি, না।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!