না ফেরার দেশে চলে গেলেন আইনমন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সায়মা ইসলাম আইন,বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম,পির বড় বোন ও বাংলাদেশ সংবিধান প্রণেতাদের অন্যতম বীরমুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল হকের কন্যা ।শনিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। সায়মা ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্বামী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। জানাযায় তার সব আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আইনমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে আইনমন্ত্রীর বড় বোনের মৃত্যুতে কসবা ও আখাউড়া্ উপজেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ গণমাধ্যম কর্মীরা রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com