ব্রেকিং

x

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ১৪

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮ | ১১:২৪ পূর্বাহ্ণ

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ১৪

নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তবর্তী একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বুধবার ১৪ মুসল্লি নিহত হয়েছে। বেসামরিক শান্তিরক্ষা দলের সদস্যরা এএফপিকে এ কথা জানিয়েছে।


সন্দেহভাজন এক বোকো হারাম উগ্রবাদী স্থানীয় সময় ভোর ৫টায় গামবোরু মসজিদের ভিতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।


একজন বেসামরিক মিলিশিয়া উমর কাচাল্লা জানান, ‘মসজিদটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে ১৪ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র মুয়াজ্জিনই বেঁচে আছেন এবং ধ্বংসাবশেষের নিচে আরো লাশ রয়েছে বলে আন্দাজ করা হচ্ছে।’
কাচাল্লা বলেন, ‘মৃতের সংখ্যা বাড়তে পারে।’

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!