ব্রেকিং

x

নবীনগরে একজনকে কুপিয়ে হত্যা। আহত ৫

শনিবার, ০৩ মার্চ ২০১৮ | ৪:২৯ অপরাহ্ণ

নবীনগরে একজনকে কুপিয়ে হত্যা। আহত ৫

আজ শনিবার নবীনগর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে  ভোর বেলা এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত দুলাল মিয়া (৪০) লক্ষ্মীপুর গ্রামের মানসুর মিয়ার ছেলে।প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বসু মিয়ার গোষ্ঠী এবং মুসলিম মিয়ার গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বসু মিয়ার লোকজন প্রতিপক্ষ জিল্লু মিয়াকে (৬০) মারধর করেন।
এই ঘটনার জের ধরে বসু মিয়ার লোকজন আজ ভোরে প্রতিপক্ষ দুলাল মিয়া (৪০) যখন ক্ষেতে যাচ্ছিলেন তখন তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!