ব্রেকিং

x

ধারণার বশবর্তী হয়ে কাউকে দোষারোপ করা অত্যন্ত গোনাহের কাজ

ধারণার বশবর্তী হয়ে কাউকে দোষারোপ করা অত্যন্ত গোনাহের কাজ
মো: নজরুল ইসলাম ভুইয়া

ধারণার বশবর্তী হয়ে কাউকে দোষারোপ করা অত্যন্ত গোনাহের কাজ:
আমাদের সমাজে ধারণা বশবর্তী হয়ে একে অপরের ব্যাপারে মন্তব্য করা মহামারি আকারে রুপ নিয়েছে।গ্রামের দোকানে বা আড্ডায় বসলে দেখা যায় বেশীরভাগ মানুষই নিজের দোষ না দেখে অন্যের দোষ খোজে বেড়ায়।গুনাহের পাশাপাশি সমাজের রেষারেষি ঝগড়া বিবাদ এর অন্যতম কারন হল অন্যের দোষ খুঁজে বেড়ানো।অথচ হাদিসে আছে যে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা করি ঠিক উল্টো কাজটি।আমরা মুসলমান ঠিকই কিন্তু কয়জন পবিত্র কোরআন ও সহী হাদিস মেনে চলি।অন্যের দোষ খোজাখুজি না করে নিজেকে সংশোধন করতে পারলে এত দিনে হয়ত আমরা সভ্য জাতিতে রুপান্তরিত হতে পারতাম।
মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে বলেছেন “হে বিশ্বাসীগণ! তোমরা সাধারণভাবে অন্যের ব্যাপারে আন্দাজ-অনুমান করা থেকে বিরত থাকো। আন্দাজ-অনুমান কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কাজ। অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করো না। কারো অনুপস্থিতিতে গীবত অর্থাৎ পরনিন্দা করো না। ” (সুরা হুজরাত : আয়াত ১২)। অহেতুক অন্যের প্রতি নেতিবাচক ধারণা পোষণ এর কারণে একে অন্যের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়। ফলে ব্যক্তিগত এবং সামাজিক ঐক্য, সাম্য এবং সম্প্রীতি নষ্ট হয়। আর এই ধরনের অহেতুক নেতিবাচক ধারণা থেকেই মিথ্যার সৃষ্টি হয়।


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরস্পরের প্রতি অহেতুক ধারণা করা থেকে বিরত থাকতে হাদিসের মাধ্যমে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো। কেননা অহেতুক ধারণা জঘন্যতম মিথ্যা। (বুখারি ও মুসলিম)। আমরা এখানে দেখতে পাই যে হাদিসের ভাষায় অহেতুক ধারণা করা জঘন্যতম মিথ্যা। তাই ধারনার বশবতি হয়ে মিথ্যাচার করা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের একান্ত দায়িত্ব ও কর্তব্য। কেননা পবিত্র ধর্ম ইসলামে মিথ্যাচার করা কবিরা গুনাহ। এ জন্য আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিনা কারণে কারো প্রতি অহেতুক ধারণা করা থেকে বিরত থাকতে বিধি নিষেধ করেছেন। অহেতুক কুধারণাকারীর প্রতি তিনি মারাত্মক অভিশম্পাত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।’ (সুরা আহযাব : আয়াত ৫৮)।
তাই সকলের কাছে বিনীত অনুরোধ অন্যের দোষ খোজাখুজি থেকে বিরত থেকে ইহকালে শান্তিতে থাকি ও পরকালের শাস্তি থেকে মুক্ত থাকি।
লেখক:
-মো: নজরুল ইসলাম ভুইয়া, সিনিয়র সিস্টেম এনালিস্ট (পরিচালক) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!