১৯৭১ সালে নয় মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধকালীন দেশের বুদ্ধিজীবী শহীদদের বীরত্ব ও সাহসিকতা নিয়ে লেখা ‘ রক্তে ভেজা লাল সবুজের পতাকা’ নামে একটি নাটক মঞ্চস্থ হয়েছে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে। এই নাটকে দেখাগেছে দেশের জন্য প্রাণ দিয়েছেন মনির মাষ্টারসহ অনেক শিক্ষিত বুদ্ধিজীবীরা। আমাদের মহান মুক্তিযোদ্ধে শহীদের আত্মত্যাগের ঘটনা নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতেই এই আয়োজন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য অধ্যাপক কামাল উদ্দিন মনির মাষ্টারের চরিত্রে অভিনয় করেছেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান, আখাউড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, জাসদ নেতা জালাল উদ্দিন জালু, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ শরীফ প্রমুখ।
এদিকে আজ শনিবার বিকালে আখাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আখাউড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের, মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com