আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন তা অব্যহত থাকবে কারণ শেখ হাসিনা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের জিরো টলারেন্স।’
আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বলেন।
তারেক রহমান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ যারা এই অপরাধের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের বাউন্ডারির মধ্যে যেখানেই অবৈধ ক্যাসিনো প্রতিষ্ঠা করা হয়েছে খবর পেলে সেখানেই অভিযান চলবে।’
মন্ত্রী আরো বলেন, বিএনপি দুর্নীতিবাজদের দল, তাদের চেয়ারম্যান এতিমের টাকা চোর। আদালতে সাব্যস্ত হয়ে জেল হয়েছে। সিনিয়র কো-চেয়ারম্যান দুর্নীতিবাজ। মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত। তিনি মুচলেকা দিয়ে বলেছেন, ‘আমি অপরাধী। আমাকে মাফ করে দেন। বিদেশ পাঠিয়ে দেন।’ তিনি বলেন, ‘সেই দলের নেতারা এখন পর্যন্ত দুর্নীতিবাজ চেয়ারম্যান, কো-চেয়ারম্যানকে বদলাতে পারে না তাদের মুখে ক্যাসিনো নিয়ে কথা মানায় না।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com