ব্রেকিং

x

দায়িত্ব ও কর্তব্য পালনে সকলের দোয়া ও সহযোগীতা চাইলেন নবাগত ইউএনও রুমানা

সোমবার, ০৫ জুলাই ২০২১ | ২:১২ অপরাহ্ণ

দায়িত্ব ও কর্তব্য পালনে সকলের দোয়া ও সহযোগীতা চাইলেন নবাগত ইউএনও রুমানা
নবাগত ইউএনও রুমানা আক্তার

নুরুন্নবী ভুইয়া:
আখাউড়া উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারকে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব বুজিয়ে বিদায় নিলেন ইউএনও মোহাম্মদ নূর-এ-আলম। আজ সোমবার দুপুর ১২টায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্বভার গ্রহন করেন। দায়িত্বভার গ্রহনের পর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার সঠিক ভাবে দায়িত্ব ও কর্তব্য পালনে সকলের দোয়া ও সহযোগীতা চাইলেন।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম মানিক, খড়মপুর মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মিন্টু খাদেম, মুক্তিযোদ্ধা জামসেদ শাহ, বাহার মালদার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মো: খোরশেদ আলম, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ শরীফ প্রমুখ।

নবাগত ইউএনও রুমানা আক্তার আইন ও বিধি মোতাবেক আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।
নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এর আগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার খাগদি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের রাজামারা গ্রামের শাহনুর আলমের স্ত্রী।

আখাউড়া উপজেলায় নবনিযুক্ত ইউএনও মাদারিপুর ডনোভান সরকারী বালিকা বিদ্যালয় থেকে এস এস সি ও ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচ এস সি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শামসুন্নাহার হলের আবাসিক ছাত্রী ছিলেন।তিনি ক্লিনিকাল সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।
নবাগত ইউনএনও রুমানা আক্তার শিক্ষাজীবন শেষ করে বাংলাদেশ স্কাউটস এ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। ৩০তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষকতা করেন চট্টগ্রাম সরকারি কলেজ ও খুলনা সরকারী বি এল কলেজে। পরবর্তীতে ২০১৪ সালে ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরিশাল জেলা কালেক্টরেট এ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। তারপর ন্যস্ত হন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা ও সিদ্দিরগঞ্জ সার্কেলে সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সিনিয়র সহকারী কমিশনার হিসাবে পদন্নোতি পাওয়ার পর পুনরায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

নবনিযুক্ত ইউএনও রুমানা আক্তার সকলের নিকট দোয়া ও সহযোগীতা চেয়েছেন। তিনি কর্মজীবন অবস্থায় ২০১৪সালে ২৫শে ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!