বিধায়ক রতন লাল নাথের বিধায়ক পদ খারিজ করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার অভিযোগ, কংগ্রেস দলের বিধায়ক হয়েও দীর্ঘ দিন ধরেই বিধায়ক রতন লাল নাথ দল বিরোধী কার্যকলাপ করছিলেন। অবশেষে গত ২২শে ডিসেম্বর, ২০১৭-তে কংগ্রেস ছেড়ে বিজেপি’তে যোগ দিলেন বিধায়ক রতন লাল নাথ। তারপরেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের কাছে অভিযোগ জানিয়ে বিধায়ক রতন লাল নাথের বিধায়ক পদ বাতিল করার দাবি জানান। শুক্রবার ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ বিধায়ক রতন লাল নাথের বিধায়ক পদ খারিজ করে দেন। সুত্র: নিউজআপডেটত্রিপুরা
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com