ত্রিপুরা বিধানসভার নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্বাচনী প্রচারনায় নেমেছেন। গতকাল মঙ্গলবার ত্রিপুরার হাপানীয়ায় বামফ্রন্টের নির্বাচনী জনসমাবেশে বক্তব্যের মাধ্যমে তিনি নিজদলের প্রচারাভিযান শুরু করেন। জনসমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, বিজেপি-আইপিএফটি-কে সমর্থন করা হলে রাজ্য ভাঙ্গার যঢ়যন্ত্র ও ধর্মীয় সুড়সুড়ি দিয়ে মানুষকে বিভাজনের চক্রান্তকেই পরোক্ষে সমর্থন করা হবে। এই অশুভ শক্তি যাতে কোনভাবেই মানুষকে বিভ্রান্ত করে ভোট পেতে না পারে তার দায়িত্ব নিতে হবে রাজ্যের শান্তিপ্রিয় ও উন্নয়নকামী মানুষকে। পরে মুখ্যমন্ত্রী মানিক সরকার বামফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com