ব্রেকিং

x

ত্রিপুরায় বামফ্রন্ট সরকার গঠন করবে-বিজনধর

শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | ১০:৪৫ অপরাহ্ণ

ত্রিপুরায় বামফ্রন্ট সরকার গঠন করবে-বিজনধর
বিজন ধর

আসন্ন বিধানসভা নির্বাচনেও বামফ্রন্ট সরকার গঠন করবে বলে দাবি করেছেন রাজ্যের ক্ষমতাসীন দল সিপিআই (এম) এর সম্পাদক বিজন ধর।


তিনি বলেছেন, গত ২৫ বছর ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় থেকেছে বামফ্রন্ট সরকার। অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। এরপরও অনেক গুরুত্বপূর্ণ কাজ এখনো করতে পারেনি। তাই ভবিষ্যতে ক্ষমতায় এসে সেসব কাজ করতে চায়। এবারো রাজ্যে বামফ্রন্ট সরকার গঠন করবে। মানুষ বামফ্রন্টকে ভোট দেবে।


আজ শনিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচন উপলক্ষে আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের রাজ্য কমিটির সম্পাদক এসব কথা বলেন।

বিজন ধর বলেন, ২৫ বছর ধরে ত্রিপুরা রাজ্যের শাসনকালে বামফ্রন্ট সরকারের কাজ-কর্মে ভুলভ্রান্তি থাকতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলো চাইলে তাদের ভুলভ্রান্তির বিষয়ে নিয়ে রাজনীতি করতে পারতো। কিন্তু বিরোধী দল তা করেনি। মানুষ দলকে ভালোবাসে। তাই আগামীতেও রাজ্যে দলকে ক্ষমতায় আনবে সাধারণ মানুষ।

প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী।                  সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!