ভোটের দিন আক্রমণের শিকার হলেন আগরতলার ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের ফরোয়ার্ডব্লক প্রার্থী বিশ্বনাথ সাহা। বর্তমানে তাকে জিবি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় নিজ বিধানসভা এলাকা পরিদর্শনকালে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের সঙ্গে বিশ্বনাথ সাহার কথা কাটাকাটি হয়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার উপর চড়াও হয় এবং তার মাথায় আঘাত করে।
এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দেখতে আসেন সিপিআই (এম) দলের সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলীসহ আরও কয়েকজন নেতা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com