ত্রিপুরায় টানা বৃষ্টিতে মাটির দেয়াল ধসে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার হেজামার ব্লকের সুবলসিং এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- মলেন্দ্র দেববর্মা (৫৫), অমৃত বালা দেববর্মা (৩০), শনিরাম দেববর্মা (৩৫) ও অভিরাম দেববর্মা (৫)।
জানা গেছে, লাগাতার বৃষ্টির কারণে ভোরে মলেন্দ্র দেববর্মার ঘরের মাটির দেয়াল ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি এই পরিবারের অন্য সদস্যদের আর্থিক সহায়তা করা হবে বলে জানান।
বৃষ্টির কারণে খোয়াই আগরতলা সড়কে ব্যাপক মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে পূর্ত দফতর
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com