ব্রেকিং

x

ত্রিপুরায় দুই বাংলাদেশী শিশুসহ এক শিশু পাচারকারী আটক

মঙ্গলবার, ১৯ জুন ২০১৮ | ৭:২৪ অপরাহ্ণ

ত্রিপুরায় দুই বাংলাদেশী শিশুসহ এক শিশু পাচারকারী আটক
ছবি-অনলাইন

ভারত ত্রিপুরারাজ্যে বাংলাদেশের দুই শিশু পাচারকালে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে বিল্লাল মিঞা নামে এক যুবক।


রোববার  সকালে সিপাহীজলা জেলার ইন্দিরানগর এলাকার উসমান মিঞার বাড়ি থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। আটক বিল্লাল ওই জেলার ইন্দিরানগর এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের আধারে দুই বছর ও সাত বছরের দুটি শিশুকে নিয়ে আসে বিল্লাল। রাতে তাদের প্রতিবেশী উসমান মিঞার বাড়িতে রাখে। না খেতে পেয়ে দুই বছরের শিশুটি সারারাত কান্না করে। কান্না শুনে এলাকাবাসীর সন্দেহ হলে পরদিন সকালে উসমান মিঞার বাড়িতে গেলে প্রকৃত রহস্য বেরিয়ে আসে।

৭ বছরের শিশু মেয়েটি গ্রামবাসীদের জানায়, তাদের বাড়ি বাংলাদেশ কুমিল্লা জেলার সুজানগরে। তাদের বাবার নাম অসীম মিঞা।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই প্রচুর লোকজন জড়ো হয় ওই বাড়িতে। এসময় অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশু দুটিসহ অভিযুক্ত বিল্লাল মিঞাকে আটক করে থানায় নিয়ে যান।

এলাকাবাসীর সন্দেহ অন্য কোথাও পাচারের উদ্যেশে শিশু দুটিকে বিল্লাল মিঞা এখানে নিয়ে আসে। যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় তাই পুলিশ কিছু বলতে চাইছে না। তবে শিশু দু’টিকে হোমে রাখা হবে বলে জানা যায়।

-বাংলানিউজ

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!