ত্রিপুরায় অটোরিকশা ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা নাগাদ ত্রিপুরার উত্তর জেলার পানিসাগর থানাধীন কৃষ্ণপুর এলাকায় ধর্মনগর-পদ্মবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটোরিকশা ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে চারজনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে একটি চার এবং একটি ছয় বছরের শিশু রয়েছে।
নিহতরা হলেন- সালমা বেগম (৩০), খাতুন বিবি (২৫), নাজিয়া মান্নান (৪) এবং সাবিয়া মান্নান (৬)।
দুর্ঘটনায় আজার উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে গাড়ি দু’টির চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পানিসাগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব নাথ জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com