আজ মঙ্গলবার থেকে ‘ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা-২০১৮’ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টায় আগরতলার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব এম নাগারাজু, শিল্প ও বাণিজ্য দফতরের বিশেষ সচিব ভি জি জেনার, স্কিল ডেভেলপমেন্ট দফতরের ডিরেক্টর প্রভুসহ অন্যান্য কর্মকর্তারা।
এসময় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার সূচনা করেন উপস্থিত অতিথিরা।
এদিকে, ০২ মার্চ পর্যন্ত চলবে এ বাণিজ্যমেলা। মেলায় ১১৫টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২১টি, ভারতের বিভিন্ন রাজ্যের ২৯টি, ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরের স্টল, ত্রিপুরা সরকারের অধিগৃহীত সংস্থার বিভিন্ন স্টল এবং ভারত সরকারের বিভিন্ন দফতরের প্রদর্শনী ও সামগ্রী বিক্রির স্টল রয়েছে। এছাড়া আছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্টল।
স্টলগুলোতে গৃহস্থালি, গৃহসজ্জা, প্লাস্টিকের সামগ্রী, কাপড় ও প্যাকেট জাত খাবার রয়েছে।
বাংলাদেশের স্টলের মধ্যে রয়েছে জামদানি শাড়ি, পাটের শাড়ি, প্যাকেটজাত খাবার ও প্লাস্টিক সামগ্রী।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com