ত্রিপুরার খুমুলুঙ্গের এক জনসভায় সিপিআই (এম) এর ত্রিপুরারাজ্য সম্পাদক বিজন ধর বলেছেন, বিজেপির লক্ষ্য হিন্দু রাষ্ট্র গড়া। আইপিএফটি (এনসি) চাইছে দুইপ্রাল্যান্ড। ডাবল নরেন্দ্র (নরেন্দ্র মোদি ও নরেন্দ্র দেববর্মা)। ত্রিপুরারাজ্যের কমিউনিষ্ট আন্দোলনকে দুর্বল করার চক্রান্তে নেমেছেন তারা। জনসভায় বিজন ধর আরো বলেছেন, উপজাতিদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর হচ্ছে। সাধারন উপজাতিরা এ ধরণের প্রচেষ্ঠা আগেও প্রত্যাখ্যান করেছেন। এবারও প্রত্যাখান করবে এই অশুভ বিজেবি জোটকে। ত্রিপুরারাজ্যকে ভাগ করতে দেয়া হবেনা। জাতি উপজাতির মানুষ একসাথেই বসবাস করবে ত্রিপুরায়। জনসভায় সিপিআই (এম) এর কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা, ত্রিপুরারাজ্য সম্পাদকমন্ডলীর আমন্ত্রিত সদস্য নরেশ জমাতিয়া বক্তৃতা করেন। জনসভায় অঘোর দেববর্মা বলেছেন, বিজেবি শাসিত রাজ্যগুলোতে উপজাতিরা সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে। দেশের সবচেয়ে গরিব উপজাতি।কেন্দ্রের বিজেবি সরকার রেগার বরাদ্ধ কমিয়ে গরিব মানুষদের অধিকারই কেড়ে নিচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com