ব্রেকিং

x

ত্রিদেশীয় সিরিজ : বাংলাদেশের খেলা কবে-কখন

রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮ | ১০:১২ অপরাহ্ণ

ত্রিদেশীয় সিরিজ : বাংলাদেশের খেলা কবে-কখন

জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের লড়াই। ত্রিদেশীয় সিরিজে ফাইনাল বাদে মোট খেলা হবে ছয়টি। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।


আগামীকাল থেকে শুরু হবে সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচ তিন দিন পরে শ্রীলঙ্কার বিপক্ষে।


বাংলাদেশ চতুর্থ ম্যাচ খেলবে আবার জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ জানুয়ারি। এক দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে আবার মাঠে নামবে।

সবগুলো ম্যাচই হবে দুপুর আড়াইটায়।

দেখুন সূচি –

দল——————– প্রতিপক্ষ——-তারিখ ————- সময়
বাংলাদেশ————-জিম্বাবুয়ে——১৫ জানুয়ারি———দুপুর ২.৩০ মিনিট
শ্রীলঙ্কা—————-জিম্বাবুয়ে——-১৭ জানুয়ারি———দুপুর ২.৩০ মিনিট
বাংলাদেশ————-শ্রীলঙ্কা———১৯ জানুয়ারি———দুপুর ২.৩০ মিনিট
শ্রীলঙ্কা—————-জিম্বাবুয়ে——-২১ জানুয়ারি———দুপুর ২.৩০ মিনিট
বাংলাদেশ————জিম্বাবুয়ে——–২৩ জানুয়ারি———দুপুর ২.৩০ মিনিট
বাংলাদেশ————-শ্রীলঙ্কা———-২৫ জানুয়ারি———দুপুর ২.৩০ মিনিট
ফাইনাল———————————২৭ জানুয়ারি———দুপুর ২.৩০ মিনিট

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কা স্কোয়াড : অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুসাল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোসান ডিকভেলা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদিপ, দাশমান্তথা চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লাকসান সান্দাকান ও ওয়িনিন্দু হাসারঙ্গা।

জিম্বাবুয়ে স্কোয়াড : গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মুরে (উইকেটরক্ষক), টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার এমপোফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস। সূত্র: নয়াদিগন্ত

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!