ব্রেকিং

x

তোমার কপালের টিপ হতে চাই

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | ১১:৫১ অপরাহ্ণ

তোমার কপালের টিপ হতে চাই

-সুলতানা সোনিয়া
তোমার কপালের টিপ হতে চাই
না না , বৃষ্টি ভেজা চুলের ঢেউ হতে চাই ..
নাকফুল অথবা কানের দুল হলেও ক্ষতি নেই ।
তোমার এলো চুলের সিঁথি অথবা চোখের কাজল !!
তোমার গায়ের ঐ নীল জামাটা !! ইস যদি হতে পারতাম ?
সারাখন তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকতাম ।


(২) তোমার চোখের চশমা হতে চাই ,
না না , ডান গালের ঐ তিল হতে চাই ।
তোমার শার্টের বোতাম অথবা প্রিয় ঘুম বালিশ হলেও ক্ষতি নেই ।
হার্টবিট হতে চাই, হতে চাই তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাস।
আরো গভীর ভাবে ভালোবাসতে চাই তোমাকে !
তোমার প্রিয় হাত ঘড়িটা !! ইস যদি হতে পারতাম ?
সারাক্ষণ তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকতাম আর ভালোবাসাতাম!!


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!