ত্রিপুরায় বিজেপির নির্বাচনী প্রচারনায় এলেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী। আজ মঙ্গলবার সকাল ১১টায় আগরতলায় এসেছেন তিনি। তাকে বিমানবন্দর থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ত্রিপুরারাজ্যের মহিলা বিজেপির সভানেত্রী পাপিয়া দত্তসহ নারীনেত্রীবৃন্দ।
বিমানবন্দরে সাংবাদিকদের রুপা গাঙ্গুলী বলেছেন, ত্রিপুরারাজ্যে তৃণমুল কংগ্রেসের কোন অস্তিত্ব নেই তারপরও তারা বিভিন্ন বিধানসভা আসনে প্রার্থী দিয়েছেন। তাদের উদ্দেশ্য বিজেপির ভোট নষ্ট করা। কম জলে মাছ যেমন ছটফট করে তৃণমূল কংগ্রেস দলের অবস্থা ঠিক তেমনই। তিনি আজ মঙ্গলবার ত্রিপুরারাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর ও বিশালগড় এলাকায় রোড শো ও নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন পরে সভা শেষে সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন রূপা গাঙ্গুলী।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com