ব্রেকিং

x

তারাপুর অনুসন্ধান কুপে গ্যাস পাওয়া গেলে কসবায় গ্যাস দেয়া হবে-আইনমন্ত্রী

শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮ | ৯:১৪ অপরাহ্ণ

তারাপুর অনুসন্ধান কুপে গ্যাস পাওয়া গেলে কসবায় গ্যাস দেয়া হবে-আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘২০০০ সালের দিকে বিল ক্লিনটন এসে বাংলাদেশ থেকে গ্যাস নিতে চেয়েছিলেন। কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ৫০ বছরের মজুদ রেখে বাকি যা থাকে তা থেকে গ্যাস দেয়া হবে। আর এ কারণে পরবর্তী নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারিয়ে দেয়া হয়েছিল’
আজ শুক্রবার বিকেলে কসবা পৌর এলাকার তারাপুরে কসবা-১ অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কূপ খনন উপলক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স) আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, ‘বিগত নির্বাচনের আগে কসবার মানুষ আমার কাছে এলাকায় গ্যাস সরবরাহের দাবি করেছিল। আমি বলেছিলাম ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন। এখন বলছি, যদি তারাপুরে গ্যাস পাওয়া যায় তাহলে এ গ্যাস কসবায় দেয়া হবে।’
কূপ এলাকায় তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এর চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে চাই আমরা। আর এর পরিকল্পনার অংশ হলো জ্বালানিতে স্বনির্ভর হওয়া।’ সকালে মন্ত্রী কসবার চক চন্দ্রপুরে একটি বৃত্তিপ্রদান অনুষ্ঠানে যোগ দেন।’



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!