১৩ মার্চ রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস মোল্লা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেখতে গিয়ে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
বিএনপির তৃণমূলের খবর সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিএনপির তৃণমূলের খবর জানি। বিএনপি এখনো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারা নির্বাচনী কাজ ঠিকঠাক চালিয়ে যাচ্ছে, এতে তাদের কোনো সমস্যা হচ্ছে না।’
খালেদা জিয়ার জামিন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, `বিএনপি খুশি কী হতাশ? আদালত খালেদা জিয়াকে দণ্ড দিয়েছেন, সেই দণ্ডেও সরকারের কোনো হস্তক্ষেপ নেই এবং ছিল না। এখানে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো বিষয় নেই।
এসময় তিনি আদালত খালেদা জিয়াকে দণ্ড দেয়া ও জামিন দেয়া নিয়ে বিএনপির হতাশা ও আনন্দের কারণকে সত্যিই অবাক করার মতো বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
banglanewspost
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com