রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই ‘জঙ্গি’ বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নিহত একজনের পরিচয় জানা গেছে। তার নাম জাহিদ। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, অভিযানের পর ‘জঙ্গি আস্তানা’ থেকে তিনজনের লাশ পাওয়া গেছে। তারা সবাই জঙ্গি।
ছয়তলা বাড়িটির পঞ্চমতলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে অভিযান চালায় র্যাব। শুক্রবার সকাল ৭টার দিকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
পশ্চিম নাখালপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০০ গজ দূরে ‘রুবি ভিলার’ অবস্থান। সাংসদদের সরকারি বাসভবন বা ন্যাম ভবনের কাছেই এটি। ছয়তলা বাসার পঞ্চমতলায় মেস বাসা ছিল।
মুফতি মাহমুদ খান জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এ সময় জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়লে র্যাবও পাল্টাগুলি চালায়। এতে দুজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। সূত্র: যুগান্তর
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com