ব্রেকিং

x

ট্রাম্পের কথায় ক্ষুব্ধ পাকিস্তানের সেনাপ্রধান, বিশ্বাসঘাতকতার অভিযোগ

শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮ | ১১:১২ পূর্বাহ্ণ

ট্রাম্পের কথায় ক্ষুব্ধ পাকিস্তানের সেনাপ্রধান, বিশ্বাসঘাতকতার অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তায় ক্ষুব্ধ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তার দাবি, সম্প্রতি ট্রাম্প যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, তাতে সমগ্র পাকিস্তানি জাতি মনে করছে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে।
আর জেনারেল বাজওয়া এমন কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেলকে। দুই সেনাপ্রধানের মধ্যে টেলিফোন সংলাপকালে তিনি এ কথা বলেন।


ফোনালাপে জেনারেল বাজওয়া ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় পাকিস্তান সামরিক বাহিনী।


বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহের প্রথম দিকে জেনারেল ভোটেল পাক সেনাপ্রধানকে ফোন করেন।

গত ১ জানুয়ারি নতুন বছরের প্রথম টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে লক্ষ্য করে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেন। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমেরিকা বোকার মতো পাকিস্তানকে তিন হাজার ৩০০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে; কিন্তু তারা মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই দেয়নি। আমাদের নেতাদের বোকা মনে করেছে। আমরা যেসব সন্ত্রাসীকে আফগানিস্তানে ধরার জন্য খুঁজি সে বিষয়ে পাকিস্তান সাহায্য করে না বরং তাদের নিরাপদ আশ্রয় দেয় পাকিস্তান। আর সাহায্য দেয়া হবে না।’

এর পর গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে নিরাপত্তা সহায়তা বাবদ ২০০ কোটি ডলার স্থগিত করার ঘোষণা দেয়। ট্রাম্প সরকারের এ ঘোষণায় পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

পাক সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানান, ফোনালাপে জেনারেল ভোটেল উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আফগানিস্তানে হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা পাকিস্তানকে ব্যবহার করছে। তবে পাকিস্তানের ভেতরে মার্কিন সেনারা একতরফা কোনো অভিযান চালাবে না এবং পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাবে।’

ভোটেল আরও বলেন, তার দেশ আফগান তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের ওপর নির্ভরশীল। সুত্র: যুগান্তর

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!