ঝরা পাতার গান
-হাসানাত লোকমান
কষ্টেরাও ঝরে, একদিন ঝরে পড়বে
কুয়াশার মতো নীরব পায়ের আওয়াজে,
পড়ে থাকবে সকাল অজ্ঞাত লাশ হয়ে
পরিত্যক্ত প্রাচীন বাড়ির মতো
দখল নেবে আমাদের সব হৃদয় গাঁথা
ডাকাত শ্যাওলা ।
ধ্বংস স্তুপে দাঁড়িয়ে শত ক্ষতের বুকে
কাঁদবে মহাসড়ক,
যেনো তারও হারিয়েছে প্রিয় গোলাপ
অথবা চঞ্চল কাশের হাওয়ায় উল্লসিত
কোন বিকেল।
দিঘির বুকে ম্রিয়মান শাপলায়
খেলবে নীল জল নীল দুঃখের পাতায়,
দীঘল রাতের পেটে পড়ে থাকবে
যে পাখি একদিন উজাগরী গানে
নামিয়েছিলো চাঁদের পূর্ণিমা ।
আমাদের দীর্ঘশ্বাসগুলো আরো দীর্ঘ হয়ে যাবে
নক্ষত্রের পতনের মতো পড়বে এখানে ওখানে
পাথর-দুঃখ।
আমরা হাঁটবো স্মৃতিপাতা সরিয়ে
আমরা দেখবো কতোটা রঙিন ছিলো
ফেলে আসা সুবর্ণ সময়,
কিভাবে প্রজাপতির ঠোঁট থেকে ঝরছিলো
হলুদ রঙের প্রেম !
ফুলতো হেসে ছড়িয়েছিলো স্বপ্নের আগামী
আমরা আহ্লাদিত ছিলাম প্রাণের পতাকা হাতে
আমরা আহ্লাদিত ছিলাম একটি সাঁকোয় যুগল পা ফেলে।
আমরা রেললাইনের সমান্তরাল হৃদয় রেখে
উত্তর অথবা দক্ষিণে দুলে দুলে গিয়েছিলাম
” আমারও পরাণো যাহা চায় তুমি তাই তাই গো ”
আমাদের এখন আর কোন উত্তর দক্ষিণ নেই
আমাদের বাগানে এখন ঝরাপাতার গান
আমাদের আকাশে এখন ভাঙা বিষণ্ণ চাঁদ !
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com