ব্রাহ্মণবড়িয়া সাহিত্য একাডেমির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়াস্থ পিটিআই মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সাহিত্য একাডেমির অন্যতম পরিচালক অ্যাডভোকেট আবু তাহের- এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক বক্তৃতা করেন দেশের প্রখ্যাত ইতিহাস গবেষক মামুন সিদ্দিকী। বিভিন্ন পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করেন অনুসন্ধানী পাঠক ঠাকুর জিয়াউদ্দিন আহমদ, কবি মনিরুন নাহার, অধ্যাপক মানবর্দ্ধন পাল, শফিকুল ইসলাম, ইব্রাহিম খান সাদাত প্রমুখ।
আলোচনা শেষে পরবর্তী এক বছরের জন্য সাহিত্য একাডেমির নির্বাহী পরিষদ গঠন করা হয়।এই পরিষদে উপদেষ্টা মন্ডলী হয়েছেন কবি আসাদ চৌধুরী, কবি মারুফুল ইসলাম, কবি মুজিবুল বারী, ডাঃ আহমদ আল মামুন,, ডাঃ শ্রামল দাস গুপ্ত, ডাঃ মোঃ আবু সাঈদ,প্রাণতোষ চৌধুরী, ডাঃ নাজমুল হুদা বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, আলমগীর ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ। পরিচালক মন্ডলীতে রয়েছেন এ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, মানবর্দ্ধন পাল,পরিমল ভৌমিক, নন্দিতা গুহ, তফাজ্জল হোসেন জীবন,হারুন অর রশীদ খান,বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক। নির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন কবি জয়দুল হোসেন,সহ সভাপতি -সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক -একেএম শিবলী,যুগ্ম সম্পাদক -মানিক রতন শর্মা, জামিনুর রহমান, নেলী আক্তার, সাংগঠনিক ও অর্থ সম্পাদক- নূরুল আমীন, অনুষ্ঠান বিসয়ক সম্পাদক -এস এম শাহীন, নাট্য ওপ্রকাশনা সম্পাদক -শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক -রিপন দেবনাথ,প্রশিক্ষণ সম্পাদক -তাসলিমা আক্তার রোমা, আপ্যায়ন ও আবাসন সম্পাদক -মোঃ রুবেল মিয়া, পাঠাগার সম্পাদক -আকিল মোহাম্মদ টিপু, নির্বাহী সদস্যরা হচ্ছেন এড. লিটন দেব, মিজানুর রহমান, এহসানউল্রাহ মাসুদ, কমরেড নজুরুল ইসলাম, শাহজাদা জালাল, ফারুক আহমেদ ভ’ইয়া, হাবিবুর রহমান খন্দকার, রফিক উদ্দিন ভ’ইয়া, মোহাম্মদ আজিজুর রহমান,রোকেয়া রহমান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com