জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জামাল রানাকে তার দল জাতীয় পার্টি থেকে সতর্কীকরণ চিঠি দিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত চিঠিতে জামাল রানাকে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলা) আসনে পার্টির যুব বিষয়ক উপদেষ্ঠা এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়াকে প্রার্থী হিসাবে মনোনিত করা হয়েছে। আপনি ওই এলাকায় সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করতে চাইলে তা রেজাউল ইসলামের প্রচার কাজে অংশগ্রহন করতে পারবেন। নির্বাচন অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত আপনার ব্যক্তিগত প্রচার-কিংবা বিচ্ছিন্নভাবে সভা-সমাবেশ না করার জন্য নির্দেশ দেয়া হল।
চিঠিতে জামাল রানাকে আরো বলা হয় আপনি জাতীয় পার্টির সম্পাদকমন্ডলীর একজন সদস্য হওয়া সত্বেও অন্য রাজনৈতিক দলের সাংগঠনিক কাজের সাথে যুক্ত হচ্ছেন। ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আপনাকে সর্তক করা হলো অন্যথায় আপনার বিরুদ্ধে দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com