ব্রেকিং

x

জাতীয় ঐক্যফ্রন্ট ষড়যন্ত্র করছে-আখাউড়ায় আইনমন্ত্রী

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ | ৬:২৭ অপরাহ্ণ

জাতীয় ঐক্যফ্রন্ট ষড়যন্ত্র করছে-আখাউড়ায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট দেশে গণতন্ত্র অব্যাহত থাকুক চায়না। তারা ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী বলেছেন, তারা সিকি আধলি। আমি বলতে চাই তাদের ষড়যন্ত্র থেকে জনগণকে হুশিয়ার থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তন্তর ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহবান জানান। ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে গিয়ে মন্ত্রী সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার মামলা ১০ বছর ধরে চলমান ছিল। ছয় বছর ধরে এর বিচার কাজ চলছে। শুধুমাত্র যুক্তি তর্কের জন্যই আড়াই বছর অপেক্ষায় ছিলো। তাই বিনা বিচারে খালেদা জিয়া জেল খাটছে বিএনপি’র এ কথা অমূলক। নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপি’র উসিলা এটি।’


এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার ভুইয়া জীবন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা, আইনমন্ত্রীর পিও শফিকুল ইসলাম সোহাগ, আখাউড়া তন্তর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মফিজুল কবির প্রমুখ।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!