চলতি বছরের মার্চ মাসেই বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন দেয়ার নির্দেশ দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত র্যালি পূর্ববর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সংগঠনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্রলীগের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নির্বাহী কমিটির সভা ডেকে আপনারা জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিন। নেত্রীর ইচ্ছা স্বাধীনতার মাসেই নিজেদের সম্মেলন করবে ছাত্রলীগ।
তিনি বলেন, আমরা তারিখ নির্ধারণ করে দিতে পারি না। ছাত্রলীগ নিজেরাই তাদের তারিখ নির্ধারণ করে নিবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ। -সংগ্রহ নয়াদিগন্ত অনলাইন
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com