ব্রেকিং

x

গাঁজার মালিক আওয়ামী লীগ নেতা! গ্রেফতার ২

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | ১১:৩২ অপরাহ্ণ

গাঁজার মালিক আওয়ামী লীগ নেতা!  গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার রাতে ১৫ কেজি গাঁজাসহ মো. ইসমাইল মিয়া ও মেহেদি হাসান খায়রুল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার দায়ের করা পুলিশের মামলায় অভিযোগ করা হয়েছে, ওই গাঁজার মালিক মো. আরমান ওরফে প্রকাশ হাতকাটা আরমান ও কুদ্দুস নামে দুইজন ওই গাঁজার মালিক। গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, এর আগেও টাকার বিনিময়ে তাঁরা গাঁজা বহন করেছেন।


উপজেলার আড়াইবাড়ির মো. ইউনুস খানের ছেলে মো. আরমান পৌরসভার ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া। মামলা হাওয়ার বিষয়টি জানেন বলে জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম।


কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরে আলম দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তালতলা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ইসমাইল ও মেহেদি নামে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, আরমান ও কুদ্দুছের কাছে দেওয়ার জন্য তাঁরা এসব গাঁজা এনেছেন চুক্তির বিনিময়ে। এর আগেও একইভাবে তাদের কাছে গাঁজা পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!