ব্রেকিং

x

খালেদা জিয়ার জেলে যাওয়া লজ্জাজনক ঘটনা: কামরুল ইসলাম

শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | ৩:০৩ অপরাহ্ণ

খালেদা জিয়ার জেলে যাওয়া লজ্জাজনক ঘটনা: কামরুল ইসলাম
কামরুল ইসলাম

বিএনপি নেতাকর্মীদের লজ্জা নেই মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেলে যাওয়া একটি লজ্জাজনক ঘটনা।


আজ শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।


খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ঘুষখোরদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন স্বাধীনতা বিরোধীরা দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ হচ্ছে, সঠিক সময়ে পদ্মা সেতৃর উপর দিয়ে যানচলাচল শুরু হবে।

বর্তমান সরকারের সময় দুর্নীতি করে কেউ পার পাবে না এমন মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করে দেশকে মেধাশূন্য বানানোর চেষ্টা করা হয়েছিলো। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসেছিলেন। যারা এতিমদের টাকা লুটপাট করে তারা দেশ ও জাতির শক্র। এছাড়াও বর্তমান সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করেছে বলেও জানান মন্ত্রী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ সুলতান মাহমুদ, কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ইউনুছ আল মামুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!