ক্ষমতায় আসার পর থেকেই দেশের অন্যান্য সকল সেক্টরের মতো ক্রীড়াঙ্গনকেও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। মাদকের ভয়াবহতা মুক্ত একটি সমাজ গড়তে হলে প্রথমেই দরকার একটি সবল প্রজন্ম। আর তাই প্রজন্মকে মাদক থেকে মুক্ত রাখতে দরকার খেলাধুলায় উৎসাহ এবং ভালো পরিবেশ। তার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। যুব সমাজকে খেলা-ধুলার সাথে সম্পৃক্ত রাখতে পারলে দেশ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করা দ্রুত সম্ভব হবে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সফলতার ধারাবাহিকতায় ভাল খেলোয়ার গড়ে তোলার জন্যে গ্রামাঞ্চলের ক্রীড়াঙ্গন সম্প্রসারনের লক্ষ্যে সারাদেশে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মান শুরু করেছে সরকার। ইতিমধ্যেই নওগাঁর বদলগাছী উপজেলায় শেখ রাসেল ষ্টেডিয়ামের উদ্বোধন করেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। এছাড়া, সরকার সারা দেশে সকল উপজেলায় স্টেডিয়াম স্থাপনসহ জেলা পর্যায়ে স্টেডিয়াম উন্নয়ন ও সংস্কার কাজ করেছে। সরকারের সহায়তায় দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ট্যালেন্ট হান্ট, যাতে সুযোগ করে দেয়া হচ্ছে নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড়দের। তাছাড়া বড় বড় শহরে সুইমিংপুল নির্মাণসহ বিশেষায়িত ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স তৈরির মতো প্রকল্প বাস্তবায়ন করছে। এই উন্নয়নে ধারাবাহিকতায় এগিয়ে যাক দেশ। শেয়ার করুন
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com