ব্রেকিং

x

কোড্ডায় আহমদীয়া মুসলিম জামা’তের সম্মেলন সমাপ্ত

সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮ | ১০:০২ পূর্বাহ্ণ

কোড্ডায় আহমদীয়া মুসলিম জামা’তের সম্মেলন সমাপ্ত

মুসলিম জাহানের শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়ার মাধ্যমে আহমদীয়া মুসলিম জামা’ত ব্রাহ্মণবাড়িয়া ,সিলেট কিশোরগঞ্জ এলাকার ৩৩টি জামাতের সালানা জলসা গত ৬ জানুয়ারী শনিবার সমাপ্ত হয়। গত ৫ জানুয়ারী ২০১৮ ইং তারিখ শুক্রবার বিকাল আড়াই থেকে জামা’ত প্রতিষ্ঠাতার শতবার্ষিকী জুবিলী উপলক্ষে স্হাপিত স্মারক মসজিদ মাহমুদের সামনে উন্মুক্ত স্হানে অনুষ্ঠিত হয়।শুক্রবার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আহমদীয়া মুসলিম জামা’তের জাতীয় আমীর মোবাশশের ভর রহমান ।ঊদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন সিবগাতুর রহমান মুকুল।নয়ম পরিবেশন করেন ইশতিয়াক আহমদ নির্জন। উদ্বোধনী ভাষণ ও দোয়া পরিচালনা করেন জাতীয় আমীর। বিষয়ভিত্তিক বক্তৃতা পর্বে মহান আল্লাহ তা’লার গুণাবলী বিষয়ে বক্তৃতা করেন মওলানা মুহাম্মদ সোলাইমান,মুরুব্বী সিলসিলাহ,নযম পরিবেশন করেন সাব্বির আহমদ,শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এ বিষয়ে বক্তৃতা করেন, নায়েব ন্যাশনাল আমীর ও মোবাল্লেগ ইনচার্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী ।সন্ধায় এম.টি.এ’র মাধ্যমে হুজুর (আ.)’র জুমুআর খোতবা সম্প্রচার করা হয় ।দ্বিতীয় অধিবেশন ৬ জানুয়ারী শনিবার কোড্ডা আহমদীয়া মুসলিম জামা’তের প্রেসিডেন্ট গাজী মাজহারুল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন শফিউল আলম শশি,নযম পরিবেশন করেন এস এম ইরফান। বিষয়ভিত্তিক বক্তৃতা পর্বে ওসিয়ত ব্যবস্হাপনাও মালী কোরবানী বিষয়ে মওলানা সৈষদ মুজাফফর আহমদ ,পর্দার গুরুত্ব ও আদর্শ বিষয়ে মওলানা জহীর উদ্দীন আহমদ , নযম পরিবেশন করেন আনসার আহমদ ও তার দল,ঈসা (আ).-এর মৃত্যুর প্রমাণ বিষয়ে বক্তৃতা করেন, মওলানা শেখ মোস্তাফিজুর রহমান।সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় আমীর মোহতারম মোবাশশের উর রহমান, অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন, কাইছার আহমদ মন্জু,নযম পরিবেশন করেন এহসানুল হাবিব জয়,বিষয় ভিত্তিক বক্তৃতা পর্বে ব্যক্তি ও পারিবারিক জীবনে নামায প্রতিষ্ঠা এ বিষয়ে বক্তৃতা করেন মন্জুর হোসেন আমীর ,ব্রাহ্মণবাড়িয়া ,হযরত মসীহ্ মাওউদ (আ.)-এর সত্যতা ও সাহাবাদের আত্মত্যাগের ঈমান বর্ধক ঘটনাসমূহ এ বিষয়ে মওলানা নূরুল আমিন , নযম পরিবেশন করেন, এনামূল হক ইন্টু , খেলাফতের আনুগত্য ও আমাদের দায়িত্ব -কর্তব্য এ বিষয়ে বক্তৃতা করেন মওলানা নাভিদ আহমদ লিমন,মুরুব্বী সিলসিলাহ,শুভেচ্ছা বক্তব্য দেন আখাউড়া উপজেলা মেয়র তাকজিল খলীফা কাজল ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সভাপনী ভাষণ ও দোয়া করান ন্যাশনাল আমীর সাহেব।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!