ব্রেকিং

x

কাশ্মির সীমান্তে পাকিস্তান-ভারত সংঘর্ষ : ১০ সেনা নিহত

সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮ | ১০:১৪ অপরাহ্ণ

কাশ্মির সীমান্তে পাকিস্তান-ভারত সংঘর্ষ : ১০ সেনা নিহত

কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে গুলি বিনিময়ে ১০ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তানের ৭ ও ভারতের ৩ সেনাসদস্য রয়েছেন বলে ইনডিয়ান টাইমস’র এক প্রতিবেদনে জানানো হয়েছে। সোমবার সকালে কাশ্মিরের জানড্রোট সেক্টরে এ ঘটনা ঘটে।


ভারতের গণমাধ্যমে ইনডিয়ান টাইমস-এ বলা হয়েছে, সীমান্তের যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান বারবার হামলা চালাতে থাকে। সোমবার সকালে একপর্যায়ে পাল্টা হামলা করে ভারত। এতে পাকিস্তানের ৭ সেনা নিহত হয়।
তবে ভারতের সেনা নিহত হওয়ার বিষয়টি দেশটির পক্ষ থেকে এখনো স্বীকার করা হয়নি।


এদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-র বরাত দিয়ে ডন অনলাইন জানায়, পাকিস্তানের আজাদ কাশ্মিরের জানড্রোট সেক্টরে মর্টার হামলা চালিয়েছে ভারতের সেনারা। এর ফলে সেখানে ৪ জন পাকিস্তানি সেনা প্রাণ হারান। পাকিস্তানের সশস্ত্রবাহিনী পাল্টা হামলা চালালে ৩ জন ভারতীয় সেনা নিহত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা ও সীমান্তে অন্তত ৭০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে একজন বেসামরিক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!