প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আগামীকাল ঘোষণা করা হবে।
আজ বুধবার সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকেদের এ কথা জানান।
সিইসি বলেন, ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৮ জন। সংসদ সদস্য ৩৫০ জন হলেও মৃত্যুজনিত কারণে দুটি আসন শূন্য রয়েছে।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত বাধ্যবাধকতার একটা অংশ হিসেবে আমরা স্পিকারের সাথে দেখা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে আইনগতভাবে স্পিকারের কিছু নির্দেশনা থাকে, সেটা নিয়েছি।’
এখনো নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল কমিশন বৈঠকে তফসিল চূড়ান্ত করে বিকেল ৩টায় তা ঘোষণা করা হবে এবং এটা সংসদ সচিবালয়কে জানিয়ে দেয়া হবে।
সিইসি’র সাথে বৈঠকের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ইসির প্রস্তাবিত তফসিল অনুযায়ী নির্বাচনসহ এ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ৩৪৮ জন সংসদ সদস্য রয়েছেন। আমরা এই ভোটার তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি। এই সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।’
রাষ্ট্রপতি পদে নির্বাচনে এমপিরাই ভোট দিয়ে থাকেন। কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চাইলে কোনো সংসদ সদস্যের সমর্থনেই মনোনয়ন নিতে হয়। আর সিইসি সে নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তার ভূমিকা পালন করেন। সূত্র: নয়াদিগন্ত
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com