দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী গত বুধবার পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল চারটায় ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার গুলনকশায় ১৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। ওই ১৫ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মতি লাল বনিকও রয়েছেন।
মতি লাল বনিককে নিয়ে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশ হওয়ার তাঁকে এ সংবর্ধনা দেয় কালের কণ্ঠ। অনুষ্ঠানে মতি লাল বনিককে একটি ক্রেস্ট, সার্টিফিকেট, ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরিয়ে দেয়া হয় উত্তরীয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের সম্পাদক ও জনপ্রিয় সাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও কালের কণ্ঠের কর্ণধার আহমেদ আকবর সোবাহান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিশিষ্ঠ কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সালমা সংগীত পরিবেশন করেন।
এদিকে একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস কাবে সংগীত শিল্পী, নৃত্য শিল্পী, নাট্য শিল্পী, চিত্র শিল্পী, আবৃত্তি শিল্পীদের নিয়ে কেক কাটা হয়। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল-আমীন শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা। শুভসংঘের সাধারন সম্পাদক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস কাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সাধারন সম্পাদক রতন কান্তি দত্ত, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলাল, সাংবাদিক মীর মো. শাহীন, খন্দকার শফিকুল আলম প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com