ব্রেকিং

x

কসবা পৌরসভার বাজেট ঘোষনা

মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ৬:৪৭ অপরাহ্ণ

কসবা পৌরসভার বাজেট ঘোষনা

আজ মঙ্গলবার কসবা পৌরসভার বাজেট ঘোষনা করা হয়েছে। দুপুরে পৌরসভা মিলনায়তনে ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৫ কোটি ৫৯ লাখ ৬০৮ টাকার বাজেট ঘোষনা করেন কসবা পৌরসভার মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল। এবারের বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৪৯ লাখ ৬০৮ টাকা।


মেয়র মো: এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো: বশির আহমেদ, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম হারুনুর রশিদ ঢালী, পৌরসভার সচিব আয়েশা বেগম, পৌরসভার প্রকৌশলী মো: কামরুল হাছান, প্যানেল মেয়র আবু জাহের, পৌর কাউন্সিলর আবু ছায়েদ, দুলাল মিয়া, হেলাল সরকার, ছাইদুল ইসলাম, জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর দিল শাহানা আক্তার মিনা, মাহমুদা আক্তার, লৎফুর রহমানসহ পৌরসভার বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!