ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি আবারও আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় আজ রোববার দুপুরে আখাউড়ায় আনন্দ মিছিল, সভা ও মিষ্টি বিতরণ হয়েছে।
আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনমন্ত্রীকে মনোনয়ন দেয়ায় আখাউড়া উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় অন্যদের মধ্যে ছিলেন আইনমন্ত্রীর পিও শফিকুল ইসলাম সোহাগ, আখাউড়া দক্ষিন ইউপির চেয়ারম্যান জালাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হেলাল, দানিছ খলিফা, সার্জেন বজলুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, সদস্য রাজেশ সাহা, আবু কাউছার ভুইয়া, ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন বেগ শাপলু, শাখাওয়াত হোসেন নয়ন, শেখ আশিকুর রহমান নাইম, হাসান খলিফা, হৃদয় ঘোষ প্রমুখ।
আইনমন্ত্রী এলাকায় সৎ ও সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত। সাধারন মানুষের ফোন কল রিসিভ করা, সপ্তাহে তিনদিন ঢাকার গুলশান অফিসে নিজ সংসদীয় এলাকার নেতাকর্মীসহ সাধারন মানুষের সঙ্গে সাক্ষাত দেয়া, নির্বাচনী এলাকায় নিয়মিত আসার মতো কিছু বিষয়ে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com