ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি নৌকা প্রতীক নিয়ে রেকর্ড পরিমান ভোট পেয়ে বেসরকারী ভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আইননমন্ত্রী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৮৪৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ২ হাজার ৯৫২ ভোট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার কসবা-আখাউড়া আসনের ১১৮টি ভোট কেন্দ্রে একযোগে সুস্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন হয়। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ভোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ১৯৫ ভোট। আজ ভোট কাস্টিং হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৮০০ ভোট। মোট
কাস্টিং ভোটের মধ্যে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৮৪৬ ভোট। এর মধ্যে কসবা উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ২৫৭ ভোটের মধ্যে আইনমন্ত্রী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৯৮ হাজার ৮০৮ ভোট পেয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ১ হাজার ১২১ ভোট।
আখাউড়ায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৩৮ ভোট। এর মধ্যে আইনমন্ত্রী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮৪ হাজার ৩৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৮৩১ ভোট মাত্র।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com