ব্রেকিং

x

কসবায় শিক্ষা ও ধর্মী প্রতিষ্ঠানে সাংবাদিকের মাদক বিরোধী সচেতনতা

সোমবার, ২৮ মে ২০১৮ | ১০:৫১ অপরাহ্ণ

কসবায় শিক্ষা ও ধর্মী প্রতিষ্ঠানে সাংবাদিকের মাদক বিরোধী সচেতনতা

কসবায় মাদক প্রতিরোধ সচেতনতায় মাঠে নেমেছেন সাংবাদিক সমাজ। অতিসম্প্রতি শিক্ষা ও ধর্মী প্রতিষ্ঠানে মাদক নির্মুলে বিভিন্ন জনসচেতনতামূলক মত বিনিময় সভায় অংশগ্রহন  করে সাংবাদিকরা।


অতিসম্প্রতি কসব উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম. হারুনুর রশীদ ঢালী মাদকমুক্ত সমাজ গড়তে কসবা বায়েক আলহাজ্ব শাহ আলম ডিগ্রী কলেজে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেছেন। কলেজের অধ্যক্ষ মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে মাদকমুক্ত করতে বিভিন্ন পরামর্শ দেন সাংবাদিক ঢালী।


এদিকে রোববার দুপুরে মাদকমুক্ত সমাজ গঠনে কসবা বিদ্যানগর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন সাংবাদিক ঢালী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সাংবাদিক ঢালী উপস্থিত সবার উদ্দেশ্যে মাদক প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন। এখানে উপস্থিত ছিলেন শিক্ষক মো: আজাদুর রহমান, ইদ্রিছ আহাম্মদ, নুরুল ইসলাম, ফারুক আহাম্মদ, নেছার আহাম্মদ, শাহ আলম, রোজিনা আক্তার, শিরিনা আক্তার প্রমুখ।

অপরদিকে গত শুক্রবার বায়েক ইউনিয়নের চান্দখলা জামে মসজিদে কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসল্লিদের সাথে মত বিনিময় করেন। মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন সাংবাদিক ঢালী। মাদক নির্মুলে আইন শৃংখলা বাহিনীকে সহযোগীতা করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: মাজহারুল ইসলাম, এড. মফিজুল ইসলাম, চান্দখলা মসজিদের ইমাম আবু জামাল প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!