ব্রেকিং

x

কসবায় ফেন্সিডিল ও গাজাসহ দুই শীর্ষ মাদক বিক্রেতা আটক

শনিবার, ২৩ জুন ২০১৮ | ১০:০৮ পূর্বাহ্ণ

কসবায় ফেন্সিডিল ও গাজাসহ দুই শীর্ষ মাদক বিক্রেতা আটক

কসবায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাদক সম্রাজ্ঞী কাঞ্চন নেছা (৪৬) ও শাহজাহান (৪০) নামে  দুই শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।


কসবা থানা পুলিশ শুক্রবার পৌরসভার খাড়পাড়া ও উপজেলার বালিহুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বালিহুড়ায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক সম্রাজ্ঞী কাঞ্চন নেছাকে আটক করে। আটককৃত কাঞ্চন নেছা মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। ২০০৯ সালের একটি মাদক মামলায় ২০১৫ সালে কাঞ্চন নেছার দুই বছরের সাজা হয়।

এদিকে আজ পুলিশ কসবা পৌরসভার খাড়পাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল ও ৭ কেজি গাজাসহ শাহজাহান নামে এক শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করে। ময়মনসিংহ জেলার পূর্ব দরিল্লা গ্রামের গনু মিয়ার পুত্র এই শাহজাহান।

 

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!