ব্রেকিং

x

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার, ০৩ জুলাই ২০১৮ | ৫:০৫ অপরাহ্ণ

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের গুলসার গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলো- গুলসার গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে নাজমিন আক্তার (৫) ও সদর উপজেলার চিনাইর গ্রামের সোহাগ চৌধুরীর ছেলে লামিম চৌধুরী (৭)।


কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লামিম গুলসার গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে লামিম ও নাজমিন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় বাড়ির লোকজনদের অগোচরে তারা দুজনই পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!