আজ শুক্রবার দুপুরে আখাউড়া-কুমিল্লা রেলপথের কসবা ইমামবাড়ী স্টেশন এলাকায় একটি কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটসহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে আখাউড়া রিলিফ ট্রেন ঘটনাস্থলে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
আখাউড়া ট্রাফিক বিভাগ জানায়, চট্টগ্রাম-ঢাকাগামী ৮০৯ মালবাগী একটি কন্টেইনার ট্রেন দ্রুত কসবার ইমামবাড়ী রেলস্টেশন অতিক্রম করার পর হঠাৎ বিকট শব্দে ট্রেনটির ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনার ফলে চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেটসহ চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে আখাউড়া রিলিফ ট্রেন ঘটনাস্থলে কাজ করছে বলেও ট্রাফিক বিভাগ জানায়।
এদিকে চট্টগ্রামের সাথে ট্রেন চলাচল বন্ধ থাকায় আখাউড়া রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে ট্রেন আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে বলেও খবর পাওয়াগেছে। আখাউড়ায় কর্ণফুলী ও কসবায় আন্ত:নগর পাহাড়ীকা এক্সপ্রেস আটকা পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সোয়া ৩টায় ট্রেন চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে আখাউড়া রিলিফ ট্রেন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করতে দ্রুত কাজ চলছে। বিকাল সাড়ে ৫টায় ট্রেন উদ্ধার কাজ শেষ হতে পারে বলে তিনি ধারনা করছেন তবে দুর্ঘটনার কারণ বলতে পারেননি তিনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com