ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কসবা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই ব্যক্তি তাড়াহুড়ো করে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেসে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি অসাবধানতাবশত ওই ট্রেনের নিচেই কাটা পড়ে নিহত হন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com