কসবায় বিপুল পরিমান গাজাসহ মর্জিনা বেগম (৪০) নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। কসবা থানা পুলিশ বুধবার মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার গোপিনাথপুর গ্রাম থেকে এই মহিলাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ব্যাগ ভর্তি ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক কৃত মহিলা কসবা উপজেলা গোপীনাথপুর ইউসিনয়নের কুইয়া পানিয়া গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মালেক জানান, ৬ কেজি গাঁজাসহ আটক মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com