কসবা উপজেলায় গণপিটুনিতে সেলিম মিয়া (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে একদল ডাকাত রাইতলা গ্রামের মোমিন মিয়ার পুকুরের সামনের সড়কে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। এ সময় ডাকাতির জন্য ডাকাত দল সড়কে একটি মোটরসাইকেলের গতিরোধ করে। পরে মোটরসাইকেলের আরোহীরা ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে সেলিম নামের এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অন্য ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
নিহত সেলিম মিয়া কসবা উপজেলার শ্যাম গ্রামের বাসিন্দা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মালেক জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com