কসবায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কে এ ঘটনা ঘটে। আনুমানিক ৩০ বছর বয়সী নিহত এই ডাকাতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, রাতে তিনলাখপীর-চারগাছ সড়কে ডাকাতির জন্য একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে ওই যুবক। এ সময় অটোরিকশার যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেলা পুলিশের কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com