কসবায় লোকাল গর্ভর্ণ্যান্স সার্পোট প্রজেক্টের ইউপি অপারেশনাল ম্যানুয়াল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আজ বুধবার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।
প্রশিক্ষণ কর্মশালায় কসবা উপজেলার ১০জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ১০ ইউপি সচিব অংশগ্রহন করে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্স পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার উপ পরিচালক দুর-রে-শাহওয়াজ, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভুইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com